Khoborerchokh logo

গাজীপুরে মোবাইল ফোনে চাঁদা দাবী করে চিকিৎসকদের হুমকি,থানায় জিডি । 246 0

Khoborerchokh logo

গাজীপুরে মোবাইল ফোনে চাঁদা দাবী করে চিকিৎসকদের হুমকি,থানায় জিডি ।

শেখ রাজীব হাসান,গাজীপুর থেকে
 টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার জেনারেল হাসপাতালের চিকিৎসকদের মোবাইল ফোনে টাকা দাবী করে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকেই অপহরণ ও খুনের ভয়ে আতঙ্কে রয়েছেন চিকিৎসকরা। গতকাল শনিবার সকাল থেকে চিকিৎসকদের মোবাইল ফোনে এধরনের হুমকি আসতে থাকে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সুত্রে জানা যায়, শনিবার সকাল থেকে পর্যায় ক্রমে গডফাদার মান্নান, মোল্লা মাসুদ, আরমান ও শাহাদাৎ নামে পরিচয় দিয়ে চিকিৎসক পারভেজ হোসেন, তারিক হাসান, সৈয়দা তানজিনা আফরিন, শর্মি বসাক, উমাধর, হুমায়ুন কবির, আবু সাইদ, আহসানা তারা, নাসরিন নাহার, তানভির আহমেদ ও মামুনসহ আরও অনেকের মোবাইল ফোনে টাকা দাবী করে। ঘটনাটি প্রকাশ করলে কিংবা টাকা না দিলে ডাক্তার ও তাদের সন্তানদের অপহরণসহ খুন করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় টঙ্গী পুর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং - ৪২৮।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ডাক্তারদের মোবাইল ফোনে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com